বিএনপি নেতৃত্বাধীন ১৮ দলের ডাকা টানা ১৩১ ঘণ্টা হরতালের পঞ্চম দিন বুধবার ভৈরব মহাসড়ক অবরোধ করেছে যুব ও ছাত্রদলের নেতা–কর্মীরা। সকাল ৯টার দিকে ঢাকা–ভৈরব–কিশোরগঞ্জ মহাসড়কের ভৈরবের স্টেডিয়াম এলাকায় টায়ারে আগুন জ্বালিয়ে সড়ক অবরোধ করে বিক্ষোভ করে তারা।
এ সময় তারা চারটি অটোরিক্সায় হামলা চালিয়ে ভাংচুর করে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেলে পুলিশ–অবরোধকারীদের মাঝে ধাওয়া পাল্টা ধাওয়া ও ইট–পাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে।
পরে অতিরিক্ত পুলিশ ফোর্স ঘটনাস্থলে গিয়ে অবরোধকারীদের ঘিরে ফেলে ধাওয়া করলে পালিয়ে যায় অবরোধকারীরা।
এদিকে সকাল সাড়ে ৮টার দিকে পৌর বিএনপির ৭ নং ওয়ার্ড সভাপতি আব্দুল হান্নানের নেতৃত্বে গাছতলাঘাট এলাকা থেকে একটি বিক্ষোভ মিছিল মুসলিমের মোড় এলাকায় ঢাকা–ভৈরব–কিশোরগঞ্জ মহাসড়কে অবরোধ করতে চাইলে পুলিশি বাঁধায় পণ্ড হয়ে যায়। পরে তারা পূবালী ব্যাংকের সামনে সংক্ষিপ্ত প্রতিবাদ সভা করে।
অন্যদিকে সকাল ৮টার দিকে উপজেলা বিএনপির আহ্বায়ক মো: রফিকুল ইসলামের নেতৃত্বে একটি বিক্ষোভ মিছিল শহরের বঙ্গবন্ধু সরণী থেকে বের হয়ে কয়েকটি সড়ক প্রদক্ষিণ করে।