বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার সম্ভাব্য লন্ডন সফর নিয়ে গণমাধ্যমগুলোতে গত কয়েকদিন ধরে নানা রকম খবর বের হওয়ার প্রেক্ষাপটে বিএনপির যুক্তরাজ্য শাখার সভাপতি আবদুল মালেক বিবিসিকে বলেছেন, “আমরা আশা করেছিলাম তিনি শুক্রবার রওয়ানা হয়ে আজ (শনিবার) সকালে পৌঁছবেন। এভাবেই আমাদের প্রস্তুতি ছিল।”

তবে খালেদা জিয়া যাননি লন্ডনে। তার পরিবর্তে পনেরোই অগাস্ট জাতীয় শোক দিবসের দিনে জন্মবার্ষিকী পালন নিয়ে বিতর্কের মুখেই শনিবার রাতে গুলশানের কার্যালয়ে নেতাকর্মীদের নিয়ে জন্মদিনের কেক কেটেছেন তিনি।
এদিকে আবদুল মালেক বলছেন, “তার লন্ডন যাবার কোনও নির্ধারিত তারিখ এখনও পাওয়া যায়নি”।
কয়েকটি স্থানীয় গণমাধ্যম রাতে তার জন্মদিনের কেক কাটবার খবর দিয়ে উল্লেখ করছে, খালেদা জিয়াও সাংবাদিকদের বলেছেন তার বিদেশ যাত্রার দিনক্ষণ এখনও ঠিক হয়নি।
আব্দুল মালেক বলেন, খালেদা জিয়ার চোখের একটি অপারেশন হবার কথা রয়েছে।
এছাড়া তার তেমন কোনও কর্মসূচী নেই। তবে চিকিৎসার পর তিনি সময় দিলে ব্রিটেনে বাংলাদেশি কমিউনিটির লোকজনের সাথে তার দেখা হতে পারে বলে জানান মালেক।
ছেলের সাথে দেখা করতে যাচ্ছেন কি না জানতে চাইলে- বিএনপির যুক্তরাজ্য শাখার সভাপতি মালেক বলেন, চিকিৎসাই তার মূল উদ্দেশ্য।
তবে তিনি এও বলেন যে, “এখানে যেহেতু ওনার ছেলে আছে, এটা তো স্বাভাবিকভাবে ওনার সাথে ওনার ছেলের দেখা হবে। কারণ মা ছেলের দেখা তো অনেক দিন ধরে হয়নি।”
গত কয়েকদিন ধরেই খালেদা জিয়ার সম্ভাব্য লন্ডন সফর, ভিসা গ্রহণ ইত্যাদি সংক্রান্ত নানা খবরাখবর প্রকাশ হচ্ছে বাংলাদেশের গণমাধ্যমগুলোতে।
খবরগুলো দেশটির রাজনৈতিক মহলে দারুণ আলোচিত হচ্ছে।
সূত্র: বিবিসি