বুধবার রাত ৪টার দিকে গাজীপুর-১ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি আ ক ম মোজাম্মেল হকের বাসায় অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা।
পুলিশ জানায়, আজ রাত ৪টার দিকে গাজীপুর-১ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি আ ক ম মোজাম্মেল হকের বাসায় অগ্নিসংযোগ করে দুর্বৃত্তরা। সংসদ সদস্যের স্ত্রী তখন নামাজ পড়তে উঠে আগুন দেখতে পায়। তার চিৎকারে আশপাশের লোকজন এসে আগুন নিভিয়ে দেয়। তবে সংসদ সদস্য মোজাম্মেল হক সে সময় বাসায় ছিলেন না বলে জানা গেছে।
সংসদ সদস্য মোজাম্মেল হক জানান, ঘটনার দিন রাতে আমি ঢাকায় অবস্থান করেছিলাম। বুধবার ভোর রাতে নাশকতাকারীরা আমার বাসার সামনের বারান্দায় কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেয়। তাই আমি এর সুষ্ঠু তদন্ত দাবি করছি।