ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের মেধাবী শিক্ষার্থী শাহেদুল ইসলাম পাপন মরণব্যাধি ক্যান্সারে ভুগছেন। বর্তমানে রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (পিজি হাসপাতাল) হেমাটোলজি বিভাগে চিকিৎসাধীন রয়েছেন তিনি।
সম্প্রতি গ্লান্ড অপারেশনের পর রক্তে ক্যান্সার ধরা পড়ে শাহেদের। তার শারীরিক অবস্থা সংকটাপন্ন। যথা শিগগির তাকে উন্নত চিকিৎসা দিতে বিদেশের উন্নত হাসপাতালে ভর্তি করানোর পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা।
তাকে বাঁচাতে ৫০ লক্ষাধিক টাকা প্রয়োজন। এতো বিপুল অংকের অর্থ যোগান দেওয়া শাহেদের দরিদ্র পরিবারের পক্ষে একেবারেই অসম্ভব।
উন্নত চিকিৎসার জন্য দেশের বিত্তশালী ও সহৃদয় ব্যক্তি ও প্রতিষ্ঠানের কাছ থেকে সাহায্যের আবেদন করেছে তার পরিবার। শাহেদের গ্রামের বাড়ি ফেনী জেলার নৈরাজ্যপুরে।
শাহেদের চিকিৎসার জন্য সহযোগিতা করতে চাইলে সরাসরি যোগাযোগ করতে হবে-০১৭১২২৩৬৮৬৮, ০১১৯০৭৪২৫৬৭ সেলফোন নম্বরে।
টাকা পাঠানো যাবে ডাচ বাংলা ব্যাংক লিমিটেডের সঞ্চয়ী হিসাব নং- ১০১১০১১৬৩৭৫২-এ। এবং বিকাশ নম্বর: ০১৭১২২২৩৬৮৬৮( পারসোনাল নম্বর)।