মালেক স্পিনিংয়ের মুনাফা বেড়েছে

পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি মালেক স্পিনিং মিলস লিমিটেড দ্বিতীয় প্রান্তিকের (অক্টোবর-ডিসেম্বর’২০) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। আলোচ্য প্রান্তিকে কোম্পানিটির মুনাফা বেড়েছে।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

আজ বৃহস্পতিবার (২৮ জানুয়ারী) কোম্পানির আর্থিক প্রতিবেদন পরযালোচনা করলে এ তথ্য পাওয়া যায়।

আলোচ্য সময়ে (অক্টোবর-ডিসেম্বর’২০) কোম্পানিটির শেয়ার প্রতি কনসুলেটেড আয় হয়েছে  ৬২ পয়সা। আগের বছর একই সময়ে আয় ছিল ৪০ পয়সা।

ছয় মাসে (জুলাই-ডিসেম্বর,২০) কোম্পানির শেয়ার প্রতি কনসুলেটেড আয় (ইপিএস) হয়েছে  ১ টাকা ০২ পয়সা। আগের বছর একই সময় ছিল ৬৪ পয়সা।

৩১ ডিসেম্বর ২০২০ শেষে কোম্পানির শেয়ার প্রতি কনসুলেটেড প্রকৃত সম্পদ মূল্য দাঁড়িয়েছে ৪৩ টাকা ৯৩ পয়সা ।

অর্থসূচক/এসএ/

 

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.