ঝিনাইদহ জেলা পরিষদের পক্ষ থেকে ৯৯ জন গরিব, অসহায় ও দুঃস্থদের মাঝে জেলা পরিষদের নিজস্ব তহবিলের ধর্মীয় ও সামাজিক কল্যাণমুলক খাত থেকে অনুদানের চেক বিতরণ করা হয়েছে।
বুধবার দুপুর ১২টায় জেলা পরিষদ অডিটোরিয়ামে এ উপলক্ষ্যে চেক বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে অনুদানের চেক বিতরণ করেন জেলা পরিষদের প্রশাসক অ্যাডভাকেট আব্দুল ওয়াহেদ জোয়ারদার।
এই অনুষ্ঠানে জেলার ৯৯ জন গরিব, অসহায় ও দুঃস্থদের মাঝে মোট ১ লক্ষ ৯৩ হাজার টাকার চেক বিতরণ করা হয়। এ সময় অন্যদের মধ্যে জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা এ.এস.এম মৈনুর, কালীচরণপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান বিশিষ্ট মুক্তিযোদ্ধা দলিল উদ্দীনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
কেএফ