রংপুর জেলা ছাত্রদলের প্রচার-সম্পাদক জাকারিয়া আলম জীমসহ ৬ বিএনপি-জামায়াত নেতা-কর্মীকে গ্রেপ্তার করেছে যৌথবাহিনী।
রংপুর পুলিশ কন্ট্রোল রুম থেকে পাওয়া তথ্য মতে, যৌথবাহিনী গতকাল সকাল থেকে রাত ১২টা পর্যন্ত নগরীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে জেলা ছাত্রদলের প্রচার-সম্পাদক জাকারিয়া ইসলাম জীম (৩৩), জামায়াতের শাহীন (৪০), পীরগাছা থেকে জামায়াতের সুমন কবীর (৪২), আফসার (৫০) এবং মিঠাপুকুর থেকে জামায়াতের আব্দুল হান্নান (৩৪), বিএনপি আব্দুল লতিফ (৪০) কে গ্রেপ্তার করেছে।
জেলা গোয়েন্দা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) শরিফুল ইসলাম জানান, আটককৃতদের নামে মামলা রয়েছে। তাদেরকে জেল হাজতে পাঠানো হয়েছে।