প্রায় ৩৯ ঘণ্টা বন্ধ থাকার পর রাজশাহীর সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ স্বাভাবিক হয়েছে। শনিবার রাত থেকে রাজশাহীর সঙ্গে সারাদেশের রেলযোগাযোগ বন্ধ হয়ে যায়।
রেলওয়ের পশ্চিমাঞ্চলের জোনের মহাব্যবস্থাপক ফেরদৌস আলম জানান, সোমবার বিকেল ৪টা থেকে সারাদেশের সঙ্গে রাজশাহীর রেল যোগাযোগ শুরু হয়েছে।
অবরোধকারীরা রাজশাহীর চারঘাট উপজেলার সারদা ও নন্দনগাছি স্টেশনের মাঝামাঝি এলাকার রেললাইন উপড়ে ফেলায় শনিবার রাতে ঢাকাগামী ধূমকেতু এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিনসহ পাঁচটি বগি লাইনচ্যুত হয়। এর ফলে সারাদেশের সঙ্গে রাজশাহীর রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়। পরে টানা ২৮ ঘণ্টা উদ্ধার কাজ করে ইঞ্জিনসহ পাঁচটি বগি উদ্ধারসহ লাইন মেরামত করার পর রেলযোগাযোগ স্বাভারিক হয়।