আর কদিন পরেই বিদায় নেবে ঘটনাবহুল ২০১৪ সাল। ইঞ্জিনের ত্রুটির কারণে গাড়ি প্রত্যাহারে বাধ্য হওয়ায় এ বছরটি তেমন ভালো কাটেনি বিশ্বের শীর্ষ গাড়ি নির্মাতা প্রতিষ্ঠানগুলোর।
তবে যুক্তরাষ্ট্রসহ বৃহত্তম অর্থনীতির দেশগুলো মন্দা কাটিয়ে প্রবৃদ্ধির ধারায় ফিরে আসায় অটোমোবাইল খাতে লেগেছে নব উদ্দীপনার ছোঁয়া।
সব মিলিয়ে গাড়ি নির্মাতাদের জন্য ২০১৪ সাল ছিল টক-মিষ্টি-ঝালে ভরপুর।
এ বছর গাড়ির বাজারে তেমন কোনো চমক না থাকলেও নতুন মডেলগুলো জন্ম দিয়েছে নানা আলোচনা-সমালোচনার।
সম্প্রতি যুক্তরাষ্ট্রভিত্তিক ম্যাগাজিন ‘কনজ্যুমার রিপোর্টস’ ২০১৪ সালের বাজারে আসা সেরা দশ গাড়ির তালিকা প্রকাশ করেছে। গাড়ির গতি, ব্রেক কার্যকরের সময়, ইন্টেরিয়র, ডিজাইন ইত্যাদি বিবেচনা করে এ তালিকা তৈরি করা হয়েছে। এবারের তালিকায় আধিপত্য করেছে জার্মান গাড়ি নির্মাতা প্রতিষ্ঠানগুলো।
কনজ্যুমার রিপোর্টস ২০১৪ অনুসারে বছরসেরা দশ গাড়ি হল-









