জয়পুরহাট বার সমিতির বার্ষিক নির্বাচনে সভাপতি, সহ-সভাপতি ও যুগ্ম সাধারণ সম্পাদক সহ মোট ১৭টি পদের মধ্যে সহ ১৩টি পদে নির্বাচিত হয়ে নিরঙ্কুশ জয়লাভ করেছে বিএনপি-জামায়াত সমর্থিত জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য পরিষদের প্রার্থীরা।
আওয়ামী আইনজীবী পরিষদ সাধারণ সম্পাদক সহ মাত্র ৪টি পদে জয় পেয়েছে। প্রধান নির্বাচন কমিশনার অ্যাডভোকেট রেজাউল করিম রোববার আনুষ্ঠানিক ভাবে এ নির্বাচনের ফলাফল ঘোষণা করেন।
শনিবার অনুষ্ঠিত এ নির্বাচনে সভাপতি পদে জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য পরিষদ প্রার্থী অ্যাডভোকেট মতিউর রহমান ১৭ ভোটের ব্যবধানে আওয়ামী আইনজীবী পরিষদ প্যানেলের অ্যাডভোকেট নৃপেন্দ্রনাথ মণ্ডল (পিপি) কে হারিয়েছেন। অন্যদিকে আওয়ামী আইনজীবী পরিষদের সাধারণ সম্পাদক পদপ্রার্থী অ্যাডভোকেট শামীমুল ইসলাম শামীম ১৩ ভোটের ব্যবধানে নিকটতম প্রতিদ্বন্দ্বি জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য পরিষদ প্রার্থী অ্যাডভোকেট আবু তাহের সরদারকে হারান।
এ ছাড়াও জাতীয়তাবাদী আইনজীবি ঐক্য পরিষদ প্যানেল থেকে সহ-সভাপতি পদে অ্যাডভোকেট বিমান চন্দ্র বসাক ও অ্যাডভোকেট আব্দুল বারী, যুগ্ম সাধারণ সম্পাদক পদে অ্যাডভোকেট আব্দুল মোমেন ফকির, লাইব্রেরী সম্পাদক মুজাহিদুল ইসলাম রাজু, নিরীক্ষা বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট আশরাফ আলী, প্রচার-প্রকাশনা সম্পাদক নূর আলম মল্লিক, কার্যকরী সদস্য পদে হারুনুর রশিদ হারুন, বজলুর রহমান, নাসিমুল সাকলাইন টিটু, মোকাররম হোসেন পিন্টু ও শাহিনুর রেজা বানু শানু নির্বাচিত হয়েছেন। আওয়ামী আইনজীবী পরিষদের নির্বাচিতরা হলেন অর্থ বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট জিল্লুর রহমান, আপ্যায়ন ও ক্রীড়া সম্পাদক অ্যাডভোকেট স্বপন কুমার তালুকদার ও কার্যকরী সদস্য অ্যাডভোকেট খলিলুর রহমান।
সকাল ৮টা থেকে দুপুর ২টা পর্যন্ত একটানা ভোট গ্রহনের পর রাত ৯টায় এ নির্বাচনের ফলাফল নিশ্চিত করেছেন প্রধান নির্বাচন কমিশনার অ্যাডভোকেট রেজাউল করিম। রোববার আনুষ্ঠানিক ভাবে নির্বাচনের ফলাফল ঘোষনা করা হয়। নির্বাচনে মোট ১৮২জন ভোটারের মধ্যে ১৭১জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।