
সার্চ ইঞ্জিন ইয়াহুতেও এ বছর ভারতে সবচেয়ে বেশি খোঁজা হয়েছে সানি লিওনের নাম। বলিউড সেলিব্রেটিদের কার নাম কত বার সার্চ করা হয়েছে তার ওপর জরিপ চালিয়ে সম্প্রতি এ তথ্য দিয়েছে যুক্তরাষ্ট্রভিত্তিক প্রতিষ্ঠানটি।
এ নিয়ে ৩য় বারের মতো শীর্ষ স্থানে রয়েছেন এই অভিনেত্রী। এর পরে রয়েছেন পুনম পান্ডে, শ্বেতা বসু প্রাসাদ, আনুষ্কা শর্মা, হৃতিক রওশন ও দীপিকা পাড়ুকোন। তালিকায় নতুন করে যুক্ত হয়েছেন আলিয়া ভাট।
সেলিব্রেটিদের পাশাপাশি মুভি, মিউজিক, খেলা, রাজনৈতিক ব্যক্তি ও নিউজের ওপরও জরিপ চালিয়েছে ইয়াহু ইন্ডিয়া।
তাদের তথ্যানুযায়ী, রাজনৈতিক নেতাদের মধ্যে শীর্ষ স্থান দখল করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এর পরেই রয়েছেন অমিত শাহ ও অরুণ জেটলি।
ক্রীড়াজগতে অনলাইনে সবচেয়ে বেশি খোঁজা হয়েছে ক্রিকেট ‘ঈশ্বর’ শচীন টেন্ডুলকার, সদ্য প্রয়াত ক্রিকেট তারকা ফিল হিউজ ও ধোনীর নাম।
প্রতিষ্ঠানটি আরও জানিয়েছে, সবচেয়ে প্রভাবশালী ব্যক্তিদের তালিকায় শীর্ষে রয়েছেন মুকেশ আম্বানি।
এর আগে বিং সার্চ-২০১৪ সেলিব্রেটদের মধ্যে শীর্ষ স্থান দখল করেন সানি লিওন।
বিং সার্চে শীর্ষে সানি মোদি আইএস
তথ্যসূত্র: ইন্ডিয়াটুডে
এস রহমান/