সূচকের উত্থানে চলছে লেনদেন

বুধবার (১৭ জানুয়ারি) দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের উত্থানে চলছে লেনদেন। এদিন লেনদেন শুরুর প্রথম ঘন্টায় অপরিবর্তিত রয়েছে অধিকাংশ কোম্পানির শেয়ার দর।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, দুপুর ১১ টায় ডিএসই ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ৮ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৬ হাজার ৩৪০ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ৩ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ৩৮৫ পয়েন্টে এবং ডিএসই–৩০ সূচক ০.৩৬ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ২ হাজার ১৩০ পয়েন্টে।

এ সময় লেনদেন হওয়া ২৮২ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১১৪ টির, দর কমেছে ৫২ টির এবং দর অপরিবর্তিত রয়েছে ১১৬ টির। এ সময় টাকার অংকে লেনদেন হয়েছে ২১৪ কোটি ৬০ লাখ টাকা।

অপরদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই আগের দিনের চেয়ে ৪০ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৮ হাজার ৭৭৯ পয়েন্টে

এ সময় লেনদেন হওয়া ৯৪ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৫২ টির, দর কমেছে ১৬ টির এবং অপরিবর্তিত রয়েছে ২৬ টির। আলোচিত সময়ে টাকার অংকে লেনদেন হয়েছে ৩ কোটি ৮২ লাখ ৭৭ হাজার টাকা।

 

অর্থসূচক/এমআর

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.