মালিবাগে বাস পোড়ানোর ঘটনায় মির্জা ফখরুল ইসলাম আলমগীর, গয়েশ্বর রায় চন্দ্র সহ বিএনপি জামায়াতের ১৭ নেতা কর্মীর বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেছে রমনা থানা পুলিশ।
শনিবার সন্ধ্যায় মালিবাগে যাত্রীবাহী বাসে পেট্রোল বোমা নিক্ষেপ করে দুর্বৃত্তরা। এ ঘটনায় বাসটি নিয়ন্ত্রন হারিয়ে একজন নিহত হয়।
রমনা বিভাগীয় পুলিশের উপকমিশনার মারুফ হাসান সরকার সাংবাদিকদের একথা নিশ্চিত করেন।
এর আগে বৃহস্পতিবার রাতে শাহবাগে বাস পোড়ানোর মামলায় মির্জা ফখরুল ইসলাম সহ বিএনপির শীর্ষস্থানীয় নেতাদের বিরুদ্ধে উস্কানী দেওয়ার মামলা করা হয়।