দিনাজপুর শহরের লিলির মোড়ে ট্রাকের ধাক্কায় ২ জন নিহত হয়েছে। বৃহস্পতিবার সকাল ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

কোতয়ালী থানার উপ-পরিদর্শক (এসআই) বিশ্বনাথ গুপ্ত জানান, দিনাজপুর শহর থেকে বালুয়াডাঙ্গার দিকে যাওয়ার পথে লিলির মোড়ে একটি মোটর সাইকেলকে পেছন থেকে এসে একটি ট্রাক ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই ১ আরোহী নিহত হয়।
পরে হাসপাতালে নেওয়ার পথে অপর আরোহী নিহত হয়। নিহতদের সঠিক পরিচয় এখন পর্যন্ত পাওয়া যায়নি।
নিহতদের পরিচয় তাৎক্ষণিকভাবে এখনো নিশ্চিত করা যায়নি বলেও জানান তিনি।