আজ ১৮ দলীয় জোটের ডাকা টানা ৭২ ঘণ্টা অবরোধ কর্মসূচীর দ্বিতীয় দিনে ভৈরবের ঢাকা-ভৈরব-কিশোরগঞ্জ মহাসড়কের স্টেডিয়াম এলাকায় মহাসড়কে অবরোধ করেছে যুবদল ও ছাত্রদলের নেতাকর্মীরা। তারা টায়ারে আগুন জ্বালিয়ে ও বিদ্যুতের খুঁটি ফেলে মহাসড়ক অবরোধ করে। পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে গেলে অবরোধকারীরা পালিয়ে যায় বলে জানা গেছে।
এছাড়া শহরের আইস কোং এলাকা থেকে বিএনপির সিনিয়র নেতাদের একটি বিক্ষোভ মিছিল ঢাকা-সিলেট মহাসড়কের দুর্জয় মোড় এলাকায় গেলে পুলিশ তাতে বাঁধা দিলে তারা ফিরে আসেন।