বিরূপ আবহাওয়ার কবলে পড়ে মধ্য ফিলিপাইনে শতাধিক যাত্রী নিয়ে একটি ফেরি ডুবে গেছে। এঘটনায় অন্তত ২ জন মারা গেছেন ও ১০২ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে।

রোববার দেশটির দুর্যোগ ঝুঁকি ব্যবস্থাপনা কতৃপক্ষের বরাত দিয়ে বিবিসি ও আইএএনএস জানিয়েছে, তালিকা অনুয়ায়ী ফেরিটিতে ২৬ জন ক্রু ও ৫৮ জন যাত্রী ছিল।এছাড়া ফেরিটিতে আরো ১৩টি গাড়ি তোলা হলেও এসব গাড়ির চালকদের নাম যাত্রী তালিকায় রাখা হয়নি। তাই কতজন নিখোঁজ আছেন তা নিশ্চিত করা যায়নি।
কর্তৃপক্ষ জানায়, শনিবার দুপুরে মধ্য ফিলিপাইনের দক্ষিণ লেইতি প্রদেশের লিলোয়ান বন্দর থেকে মাহারলিকা টু নামের ওই ফেরিটি যাত্রা শুরু করে। বিকেলে ফেরিটির ইঞ্জিনে সমস্যা দেখা দেয়, কয়েক ঘন্টা পরেও সমস্যা সারিয়ে তোলা না গেলে রাত নয়টার দিকে তীব্র বাতাস ও প্রবল ঢেউয়ের তোড়ে ভাসতে থাকা ফেরিটি ছেড়ে আসতে নির্দেশ দেয়া হয়। এর মধ্যেই ফেরিটি ডুবে যায়।
কমান্ডার আর্মান্ড নামে এক কর্মকর্তা জানান, ফেরিটিতে তালিকার চেয়েও বেশি সংখ্যক যাত্রী ছিলো। প্রাথমিকভাবে টি মৃতদেহ ও ১০২ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। আরও কতজন নিখোঁজ আছেন তা নিশ্চিত করতে পারেননি ওই কর্মকর্তা।
প্রসঙ্গত, প্রতিবছরই খারাপ আবহাওয়া ও দুর্বল সমুদ্র নিরাপত্তা ব্যবস্থার কারণে ফিলিপাইনে ফেরি ডুবির ঘটনা ঘটে।