
দিনাজপুরের হিলি সীমান্ত থেকে বিপুল পরিমাণে ভারতীয় শাড়ি, ওষুধ ও ফেনসিডিল উদ্ধার করেছে বিজিবি। এ ঘটনায় ৪জনকে আটক করা হয়েছে।
শনিবার গভীর রাতে সীমান্তের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে এসব মালামাল উদ্ধার করা হয়।
আটককৃতরা হলেন দিনাজপুরের হাকিমপুর উপজেলার কাকড়াপালি গ্রামের প্রয়াত আফতাব আলীর ছেলে গোলাম রব্বানী (৩০), নবাবগঞ্জ উপজেলার শালখুরিয়া পুরাহাট গ্রামের প্রয়াত আকরাম উদ্দিনের ছেলে আব্দুল মোতালেব (৪২), একই গ্রামের মজিবর রহমানের ছেলে হাসান আলী (৩৬) ও আফজাল হোসেনের ছেলে মহিদুল ইসলাম (৩২)।
বিজিবির বাসুদেবপুর ক্যাম্পের কোম্পানি কমান্ডার দেলোয়ার হোসেন জানান, শনিবার রাত ৩টার দিকে সীমান্তের মুহাড়াপাড়ার মাঠ থেকে ৬৩০ বোতল ফেনসিডিলসহ ৪ মাদক চোরাকারবারীকে আটক করা হয়েছে।
এছাড়া রাতে সীমান্তের বিভিন্নস্থানে অভিযান চালিয়ে প্রায় ১৮ লাখ টাকা মূল্যের ভারতীয় শাড়ি-কাপড়, ওষুধসহ বিভিন্ন অবৈধ মালামাল উদ্ধার করে হিলি চেকপোস্ট ক্যাম্পের বিজিবি সদস্যরা।
পরে এসব মালামাল হিলি শুল্ক গুদামে জমা দেওয়া হয় বলেও জানান কমান্ডার।
এএসএ/