বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ টেস্ট সিরিজের ২য় ও শেষ ম্যাচের ১ম দিন শেষে ৩ উইকেটে ২৪৬ রান সংগ্রহ করেছে স্বাগতিকরা। দিন শেষে ড্যারেন ব্র্যাভো ৪৪ ও শিবনারয়ন চন্দরপল ৩৪ রানে অপরাজিত আছেন।

শনিবার সেন্ট লুসিয়ার বসেজু স্টেডিয়ামে টস হেরে ব্যাট করতে নেমে ভালোভাবেই শুরু করেন দেন ক্রেইগ ব্রেথওয়েইট ও লিয়ন জনসন। প্রথম শেসনে কোনো উইকেট না হারিয়ে সংগ্রহ করেন ৬১ রান। ১৪৩ রানের জুটির পর ক্যারিবীয় উইকেটে প্রথম আঘাত হানেন শফিউল ইসলাম। ব্রেথওয়েইটকে প্যাভিলিয়নে ফেরান তিনি।
এরপর ক্রিজে বেশিক্ষণ থাকতে পারেননি জনসন। ওয়েস্ট ইন্ডিজের ক্যাপ মাথায় দিয়ে ৩শ তম খেলোয়াড় হিসেবে অভিষেক হয়েছে এই ব্যাটসম্যানের। তাকে সাজঘরে ফেরান তাইজুল।
এরপরই কার্ক এডওয়ার্ডসের ক্যাচ তালুবন্দি করতে ব্যর্থ হন তাইজুল। তবে বেশিক্ষণ টিকতে পারেননি এডওয়ার্ডস। চা-বিরতি পর মাহমুদুল্লাহ রিয়াদের বলে দারুণ এক ক্যাচ নিয়ে তাকে বিদায় জানান শামসুর রহমান।
সংক্ষিপ্ত স্কোর:
ওয়েস্ট ইন্ডিজ: ২৪৬/৩ (ব্রেথওয়েইট ৬৩, জনসন ৬৬, এডওয়ার্ডস ১৬, ব্র্যাভো ৪৪*, চন্দরপল ৩৪*; মাহমুদুল্লাহ ১/২৫, শফিউল ১/৩৭, তাইজুল ১/৭৯)