
পাকিস্তানে সরকারি দলের এক এমপির ৩ ছেলের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে মামলা করেছে এক তরুণী।
এক খবরে ডন জানিয়েছে, শুক্রবার পাকিস্তান মুসলিম লিগের (পিএমল-এন) এমএলও মিয়ান ফারুকের ৩ ছেলের বিরুদ্ধে দেশটির ফয়সালাবাদের মদীনা টাউন থানায় এ মামলা দায়ের করা হয়।
তরুণী অভিযোগ, বৃহস্পতিবার রাতে মিয়ান ফারুকের ছেলে মুয়াজ্জেম, সাদ ও কাসিম তাদের ৫ সহযোগীকে নিয়ে তাকে গণধর্ষণ করেছে।
অভিযুক্তদের মধ্যে মুয়াজ্জেম ফয়সালাবাদ জেলা কাউন্সিলের সাবেক সভাপতি।
ওই তরুণীর স্বাস্থ্য পরীক্ষায়ও গণধর্ষণের আলামত পাওয়া গেছে।
স্থানীয় পুলিশ কর্মকর্তা ফারুক ওয়াহিদ বলেন, অভিযুক্তরা গণধর্ষণের ঘটনায় জড়িত কি না তা জানার জন্য তাদের ডিএনএ পরীক্ষা করা হবে।