
ঢাকাস্থ ভোলা সমিতির পক্ষ থেকে জিপিএ-৫ প্রাপ্ত ৯৮ জন শিক্ষার্থীদের বৃত্তি প্রদান ও সংবর্ধনা অনুষ্ঠান শনিবার কবি মোজাম্মেল হক টাউন হলে অনুষ্ঠিত হয়েছে।
এতে প্রধান অতিথির বক্তব্যে বানিজ্য মন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন দেশ উন্নয়নের পথে এগিয়ে যাচ্ছে। দেশে এখন হানাহানি নেই। সন্ত্রাসী কার্যকলাপ নেই। শিক্ষা ক্ষেত্রে ব্যাপক উন্নয়ন হয়েছে। মেধাবী শিক্ষার্থীরা দেশের সম্পদ।

তিনি গরীব মেধাবী শিক্ষার্থীদের সহযোগিতায় বিত্তশালীদের এগিয়ে আসার আহ্বান জানান।
মন্ত্রী বলেন, মেধাবী শিক্ষার্থীরাই এক দিন দেশ পরিচালনা করবেন।
আন্তর্জাতিকভাবে বাংলাদেশের মান বেড়েছে। ২০১৫ সালের লক্ষ্যমাত্রা নিয়ে মিলিনিয়াম গোল শুরু হলেও ২০১৩-১৪ সালেই আমরা লক্ষ্যমাত্রা অর্জন করি।
পিএম/সাকি