
বিএনপি নেতা ব্যারিস্টার মওদুদ আহমেদ বলেছেন, ১/১১ এর সময়ে গুটি কয়েক উচ্চাভিলাষী সেনা কর্মকর্তাদের ইচ্ছা ছিল সেনা প্রধান মঈন ইউ আহমেদকে রাষ্ট্রপতি করা।
শনিবার সুপ্রিম কোর্ট মিলনায়তনে আয়োজিত সাবেক আইনমন্ত্রী ব্যারিস্টার মওদুদ আহমদের লেখা ‘বাংলাদেশ: ইমার্জেন্সি অ্যান্ড দ্য আফটারম্যাথ: ২০০৭-২০০৮’ বইয়ের প্রকাশনা অনুষ্ঠানে মওদুদ এ কথা বলেন।
মওদুদ আহমদ বলেন, গুটি কয়েক উচ্চাভিলাষী সেনা কর্মকর্তা জরুরি আইনের আবরণে সেনা অভ্যুত্থান ঘটায়।
তারা বিরাজনীতি করার নামে মাইনাস টু ফর্মুলা অনুযায়ী দুই নেত্রীকে রাজনীতির বাইরে পাঠিয়ে দেওয়ার চেষ্টা করেছিলেন। এছাড়াও সেনাবাহিনী প্রথিতযশা রাজনীতিবিদদেরও রাজনীতি থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করেছিলেন
ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য এমাজউদ্দীন আহমেদের সভাপতিত্বে প্রকাশনা অনুষ্ঠানে আরও বক্তব্য দেন ইংরেজি দৈনিক নিউজ টুডের সম্পাদক রিয়াজ উদ্দিন আহমেদ, দৈনিক নিউএজ-এর সম্পাদক নুরুল কবির, অর্থনীতিবিদ মাহবুবউল্লাহ, সাংবাদিক শওকত মাহমুদ, ব্যবসায়ী নেতা আবদুল আওয়াল মিন্টু, প্রকাশনা সংস্থা ইউনিভার্সিটি প্রেস লিমিটেডের (ইউপিএল) স্বত্বাধিকারী মহিউদ্দিন আহমেদ।