
অনেক দিন ধরেই চুটিয়ে প্রেম চলছে রণবীর-দীপিকার মধ্যে। কিন্তু এখন পর্যন্ত প্রেমের কথা মুখে স্বীকার করেননি তারা।
এক সাক্ষাতকারে দীপিকা তো জানিয়েই দিয়েছেন, আগে মনের মানুষকে সম্পূর্ণভাবে জানতে হবে তারপর বিয়ের সিদ্ধান্ত নিতে হবে।
এর পরও ঘন ঘন একসঙ্গে ঘুরে বেড়াচ্ছেন তারা। সম্প্রতি মাঝরাতে একসঙ্গে নৈশভোজে গিয়ে খবরের শিরোনাম হয়েছেন এই বলিউড জুটি।
ফাইন্ডিং ফ্যানি ছবির প্রদর্শনীতে একসঙ্গে হাজির হন রণবীর ও দীপিকা। শুধু তা-ই নয়, লুকোচুরি না খেলে সবাইকে অবাক করে দিয়ে আলোকচিত্রীদের ছবি তোলারও সুযোগ করে দেন এ জুটি। ঘটনার এখানেই শেষ নয়। ছবি দেখা শেষ করে একসঙ্গে নৈশভোজের উদ্দেশে প্রেক্ষাগৃহ ত্যাগ করেন তারা।
এ প্রসঙ্গে ঘনিষ্ঠ সূত্রের বরাতে ওয়ান ইন্ডিয়া জানিয়েছে, ফাইন্ডিং ফ্যানি ছবির প্রদর্শনী দেখা শেষ করে একসঙ্গে প্রেক্ষাগৃহ থেকে বের হন রণবীর ও দীপিকা। তারা নিঃসংকোচে ক্যামেরার সামনে দাঁড়িয়ে আলোকচিত্রীদের ছবি তোলার সুযোগ করে দেন। এরপর সেখান থেকে গাড়িতে চেপে দীপিকার পছন্দের একটি রেস্তোরাঁয় যান তারা।
অবশ্য রেস্তোরাঁয় প্রবেশের সময় তাঁরা বেশ সতর্ক ছিলেন। তারা সেখানে একসঙ্গে না ঢুকে আলাদা-আলাদাভাবে প্রবেশ করেন।
উল্লেখ, গতকালই মুক্তি পেয়েছে ফাইন্ডিং ফ্যানি। ছবিটি একই সঙ্গে বলিউড বাজারে আসন্ন মেরি কম ও ক্রিয়েচার থ্রিডির সাথে লড়ার কথা রয়েছে।