লড়াই ভুলে ধীরে ধীরে বন্ধুত্বের দিকে এগোচ্ছেন শাহরুখ-সালমান। বিগ বস সেশন-৮ নিয়ে এখন ব্যস্ত সলমান, আর এর ফাঁকেই সল্লু ভাই জানিয়ে দিলেন ‘হ্যাপি নিউ ইয়ারের’ প্রচারের জন্য বিগ বসের মঞ্চে আসছেন কিং খান।

সালমান মনে করেন, তার আরও এক ঘনিষ্ঠ বন্ধু সঞ্জয় দত্তেরও এখানে আসা উচিত।
সালমানের কাছে যখন জানতে চাওয়া হয়, বিগ বসের মঞ্চে তিনি কাকে দেখতে চান, তখন তিনি সঞ্জয়ের কথা বলেন।
তিনি মনে করেন, সঞ্জয় বিগ বসের বাড়ি থেকে হয়তো ফের জেলে চলে যেতে চাইবেন, কারণ এখানে টিকে থাকা সত্যিই খুব কঠিন।
২১ সেপ্টেম্বর থেকে কালারস টিভিতে বিগ বস সেশন-৮ শুরু হচ্ছে।
ইউএম/