
খুলনায় ইজিবাইকের চাপায় আব্বাস (৬১) নামে এক কাঁচামাল ব্যবসায়ী নিহত হয়েছেন।
শুক্রবার সন্ধ্যা ৬টার দিকে নগরীর খানজাহান আলী থানার ফুলবাড়ীগেট জনতা মার্কেট সংলগ্নে খুলনা-যশোর মহাসড়কে এ ঘটনা ঘটে।
স্থানীরা জানান, যাব্দিপুর বৌ-বাজার এলাকার আব্বাস ফুলবাড়ীগেট জনতা মার্কেটের সামনে দিয়ে মহাসড়ক পার হওয়ার সময় ইজিবাইকের ধাক্কায় গুরুতর আহত হয়।
পরে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।
পুলিশ ঘাতক ইজিবাইকটি আটক করলেও চালক পালিয়ে গেছে।
এসআর/সাকি