সাম্প্রতিক সময়ে আবারও বেগবান হয়েছে কাতালান স্বাধীনতা আন্দোলন। আর এ আন্দলনকে সমর্থন করার জন্যই বার্সা সিদ্ধান্ত নিয়েছে ঘরের মাঠে তারা হলুদ ও লাল ডোরাকাটা জার্সি পরে নামবে।

এফসি বার্সালোনা ডটকমের এক প্রতিবেদনে বলা হয়েছে, ১১৫ বছর ইতিহাসে ঘরের মাঠে কখনো নীল-বেগুনি জার্সির বাইরে খেলেনি কাতালান জায়ান্টরা।
ক্লাব কর্তৃপক্ষ জানিয়েছে, শনিবার ঘরের মাঠে লা লিগায় অ্যাটলেটিক বিলবাওয়ের বিপক্ষে বার্সা হলুদ ও লাল ডোরাকাটা জার্সি পরে নামবে। গত মৌসুমে এটি বার্সার অ্যাওয়ে জার্সি ছিল। এ মৌসুমে এটি তৃতীয় বিকল্প জার্সি।
এ কারণে অবশ্য প্রতিপক্ষ বিলবাও এদিন খেলবে তাদের অ্যাওয়ে জার্সিতে।
ক্লাব কর্তৃপক্ষ বিবৃতির মাধ্যমে বলেছে, মূলত ১৭১৪ সালে পঞ্চম ফিলিপের সৈন্যবাহিনীর হাতে বার্সালোনা পতনের ৩০০ বছর স্মরণে এই জার্সিতে খেলবে কাতালানরা।
ইউএম/