
কক্সবাজারের টেকনাফে ৩৪শ পিস ইয়াবাসহ ৩ যুবক আটক হয়েছেন।
শুক্রবার উপজেলার মৌলভীবাজারের উত্তর পাশে নবনির্মিত সেতু এলাকায় কক্সবাজারগামী একটি বাসে তল্লাশি চালিয়ে তাদের আটক করা হয়।
তারা হলেন- সদর ইউনিয়নের হাজী আলী আহাম্মদের ছেলে মুজিব (১৮), হ্নীলা ইউনিয়নের লেদা এলাকার হাজী জাফর আলমের ছেলে কামরুল ইসলাম (২৫) এবং সাবরাং ইউনিয়নের ডেইল্ল্যাবিল এলাকার লাল মিয়ার ছেলে সাদেক (২৫)।
টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোক্তার হোসেন জানান, গোপন সংবাদে এসআই আশিকুর রহমানের নেতৃত্বে একদল পুলিশ হ্নীলা ইউনিয়নের মৌলভীবাজারের উত্তর পাশে নবনির্মিত সেতু এলাকায় কক্সবাজারগামী একটি বাসে তল্লাশি চালায়ে এগুলো আটক করা হয়।
তিনি জানান, উদ্ধার ইয়াবার আনুমানিক মূল্য ১০ লাখ ২০ হাজার টাকা। আটক যুবকদের বিরুদ্ধে মাদক আইনে মামলা করা হয়েছে।
সাকি/