
মংলা বন্দরের পশুর চ্যানেলের হাড়বাড়িয়া এলাকায় কার্গো জাহাজ ডুবে যাওয়ায় নৌচলাচল বন্ধ হয়ে পড়েছে।
আজ শুক্রবার সকাল ১০টার দিকে সিমেন্টের কাঁচামালবোঝাই (ক্লিংকার) কার্গো জাহাজটি ডুবে যায়।
মংলা বন্দরের হারবার বিভাগ জানায়, হাড়বাড়িয়ায় চীনা পতাকাবাহী এমভি তাইহাইহু জাহাজ থেকে ৬৩০ মেট্রিকটন ক্লিংকার বোঝাই করে কার্গো জাহাজ এমভি হাজেরা-১ যাত্রা শুরু করে। জাহাজটি খুলনার রূপসা এলাকার সেভেন সার্কেল সিমেন্ট ফ্যাক্টরির দিকে যাচ্ছিল। এ সময় তলা ফেটে কার্গো জাহাজটি ডুবে যায়।
জাহাজের আটজন আরোহীর সবাই সাঁতরে তীরে উঠেছেন।
তবে কার্গো জাহাজটির মালিক স্বত্বাধিকারী বাদশা হাওলাদারের দাবী, কনটেইনারবাহী একটি বিদেশি জাহাজের সাথে সংঘর্ষে হলে জাহাজটি ডুবে যায়।
তিনি জানান, এ ঘটনায় কার্গো জাহাজের মাস্টারসহ আটজন কর্মচারী আহত হয়েছেন। তাদের মংলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এ দুর্ঘটনায় চার কোটি টাকার ক্ষতি হয়েছে।
মংলা বন্দর কর্তৃপক্ষের হারবার মাস্টার কমান্ডার কে এম আখতারুজ্জামানের জানান, ডুবে যাওয়া জাহাজটি শনাক্ত করতে দুপুর থেকে ওই এলাকায় নৌবাহিনীর সদস্যরা কাজ করছেন। ঘটনা তদন্তে বন্দর কর্তৃপক্ষের পক্ষ থেকে একটি তদন্ত কমিটি গঠন করা হবে।