বলিউডে পা রেখেই অনেকে ই সিদ্ধান্ত নিয়েছেন সাহসী দৃশ্যে পর্দায় হাজির হওয়ার। আর এসব সাহসী তারকাদের কথাই থাকছে অর্থসূচক পাঠকদের জন্য-

আশিকি-২ তে শ্রদ্ধা-আদিত্য-র অন-স্ক্রিন কেমেস্ট্রি মন কেড়েছিল দর্শকের।

ইয়ামি গৌতম, ছোট পর্দা থেকে বড় পর্দায় আসার সঙ্গে সঙ্গে তার প্রথম ছবি ভিকি ডোনারে আয়ুষ্মান খুরানার সঙ্গে সাহসী দৃশ্যে সাবলীল অভিনয় দাগ কাটে সবার মনে।

প্রথম ছবিতে আলিয়ার চুম্বন, দ্বিতীয় ছবিতে ঠোঁটে শ্রদ্ধার উষ্ণ ছোঁয়া, ভাগ্যবান সিদ্ধার্থ মলহোত্রা।

হুমা কুরেশি তার প্রথম ছবিগুলোতে চুম্বন থেকে বিরত থাকলেও, এক থি ডায়েন-এ ইমরানের সঙ্গে সাবলীল ঘনিষ্ঠ দৃশ্যে তাকে দেখা যায়।

২-স্টেটস-এ অর্জুন-আলিয়ার হট অন-স্ক্রিন কেমেস্ট্রি মনে আগুন জ্বেলেছিল

ইয়ারিয়া ছবিতে রাকুল প্রীত ও হিমাংস কোহলির ঘনিষ্ঠ চুম্বনের দৃশ্য এখনও দর্শকের কাছে অন্যতম মিষ্টি দৃশ্য হিসেবে গন্য করা হয়।

হিরোপন্তি-তে টাইগার স্রফ ও কীর্তি সানোনের ঘনিষ্ঠ মুহূর্ত।

আলিয়া-বরুন ধওয়ানকে হামতি শারমা কি দুলহানিয়াতে ঘনিষ্ঠ দৃশ্যে দেখা যায়।
এ ধরনের আরও নিউজ পড়তে ক্লিক করুন-
- পেটের মেদ কমাবেন যেভাবে
- মেয়ে তুমি সাবধান তো?
- চুলে রঙ করে সৌন্দর্য্য বাড়াতে চান?
- ব্যাক পেইনের ৮ কারণ
- চুলের নানা স্টাইল
- ব্রণহীন রূপের ছঁটা
- গরমে চুল খুশকি মুক্ত রাখার কিছু টিপস
- বর্ষায় প্রিয় সঙ্গীদের খোঁজখবর
- সন্দেহ নয় সম্পর্কে
- ব্যবসায় সফলতা পেতে ১০ কৌশল
- আরও একটু লম্বা হোন
- ল্যাপটপ মডেল এবং দাম
ইউএম/