
ধারণার চেয়ে বেশি শক্তিশালী হয়ে উঠেছে জঙ্গি সংগঠন ইসলামিক স্টেট (আইএস)।
যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিআইএ’এর বরাত দিয়ে বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, ইরাক ও সিরিয়ায় আইএসের বর্তমানে ২০ থেকে সাড়ে ৩১ হাজার যোদ্ধা রয়েছে।
সিআইএর মুখপাত্র রায়ান ট্রাপানি জানান, গত মে থেকে আগস্ট পর্যন্ত পাওয়া সব গোয়েন্দা তথ্য পর্যালোচনা করে আইএস যোদ্ধাদের এই সংখ্যা পাওয়া গেছে।
অথচ পূর্বে ধারণা করা হয়েছিল, এই সংগঠনটির সব মিলিয়ে হাজার দশেক যোদ্ধা থাকতে পারে।
রায়ান ট্রাপানি জানান, গত জুন থেকে জোরালোভাবে দলীয় সদস্য নিয়োগের কারণে তাদের সংখ্যা এত বেড়েছে। যুদ্ধক্ষেত্রে সাফল্য, খিলাফত আন্দোলনের ঘোষণা ও যুদ্ধক্ষেত্রে তৎপরতা বৃদ্ধির কারণে অনেকে আইএসে যোগ দিতে উদ্বুদ্ধ হয়েছে।
প্রসঙ্গত,আইএস মূলত ইরাক এবং সিরিয়া ভিত্তিক জঙ্গি সংগঠন। এটি ওই অঞ্চলের সুন্নি যোদ্ধা ও উপজাতীয়দের নিয়ে গঠিত। গত জুনে এই সংগঠনটি ইরাক ও সিরিয়ার দখলকৃত অঞ্চল নিয়ে খিলাফত রাষ্ট্র’ প্রতিষ্ঠার ঘোষণা দেয়।