
প্রয়াত কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের মা আয়েশা ফয়েজকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
গতকাল বৃহস্পতিবার দুপুরে অসুস্থতা বোধ করলে তাঁকে রাজধানীর ল্যাবএইড হাসপাতালে ভর্তি করা হয়। এখন তিনি ওই হাসপাতালের নিবিড় পরিচর্যাকেন্দ্রে (আইসিইউ) রয়েছেন।
পারবারিক সূত্রে জানা গেছে, বেশ কিছুদিন থেকে তিনি কিডনিসহ শারীরিক অন্যান্য জটিলতায় ভুগছেন। অবস্থার অবনতি হলে গতকাল দুপুরে তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়
বর্তমানেতার শারীরিক অবস্থা এখন অপরিবর্তিত রয়েছে।
প্রসঙ্গত, আয়েশা ফয়েজ জনপ্রিয় কিশোর সাহিত্যিক মুহাম্মদ জাফর ইকবাল ও কাটুনিস্ট আহসান হাবীবেরও মা।