ত্রুটিযুক্ত বোলিং অ্যাকশন চিহ্নিত করতে ম্যাচ চলাকালীন মাঠের মধ্যেই বোলারের বায়মেকানিক্স পরীক্ষা করা চিন্তা করছে আইসিসি।

তবে এটি বাস্তবায়িত করতে আরও অঃন্তত ৯ থেকে ১০ মাস সময় প্রয়োজন। এটি বাস্তবায়িত হলে ম্যাচে বোলারের হাতে লাগিয়ে দেয়া হবে সেন্সর যা তার অ্যাকশনের নিঁখুত চিত্র তুলে ধরবে ম্যাচ অফিশিয়ালদের কাছে।
আইসিসির সাধারন সম্পাদক জেফ অ্যালারডাইস জানান, এই পদ্ধতিকে ২০১৫’র মাঝামাঝি সময়ের আগে ব্যবহারিক পর্যায়ে আনা সম্ভব নয়।
কিভাবে এই প্রযুক্তিকে সবগুলো ক্রিকেট ভেন্যুতে পৌঁছানো ও সহজলভ্য করার লক্ষ্যে কাজ করছে আইসিসি।
ইউএম/