
চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে ওমানের মাস্কাট থেকে আসা ২ বিমানযাত্রীর কাছ থেকে এক হাজার ৭০০ গ্রাম স্বর্ণ উদ্ধার করেছে শুল্ক কর্মকর্তারা।
বৃহস্পতিবার রাত ১০টার দিকে বাংলাদেশ বিমানের ফ্লাইটে আসা যাত্রী মো. সবুজ ও গোলাম মোরশেদের কাছ থেকে ১৪টি স্বর্ণের বার উদ্ধার করা হয়।
বিমানবন্দর শুল্ক বিভাগের সহকারী কমিশনার অথেলো চৌধুরী জানান, যাত্রীদের প্রত্যেকের জুতোর তলায় ৭টি করে স্বর্ণের বার লুকানো ছিল। কাস্টমস চেকিং পয়েন্টে আসার সময় হাঁটাচলা সন্দেহজনক হওয়ায় তাদের তল্লাশি করে এসব স্বর্ণ পাওয়া যায়।
উদ্ধার করা সোনার আনুমানিক মূল্য প্রায় ৭০ লাখ টাকা।
২ জনকে ছেড়ে দেওয়া হলেও তাদের পাসপোর্ট জব্দ করা হয়েছে বলেও জানান সহকারী কমিশনার।
এএসএ/