
মানববন্ধনে শাখা ছাত্রলীগের সভাপতি সাগর আহমেদ, সাধারণ সম্পাদক খায়রুল বাশার, ছাত্রদল সভাপতি শিহাব সুলতান সেতু, সাধারণ সম্পাদক আসাদুর রহমান আসাদ, ছাত্রনেতা সম্রাট হোসেন বক্তব্য রাখেন।
বক্তারা অভিযোগ করেন- বিভিন্ন উন্নয়নমূলক কাজের নাম করে শিক্ষার্থীদের কাছ থেকে টাকা নেওয়া হলেও সেসব কাজ করা হয়নি। তাদের দাবি, জাতীয় ও অন্যান্য অনুষ্ঠানের জন্য বরাদ্দকৃত টাকা নিয়েও দুর্নীতি চলে আসছে প্রতিষ্ঠানটিতে। এছাড়া ঠিকমতো ক্লাসও হয় না বলে শিক্ষার্থীরা অভিযোগ করেন।
এছাড়া শিক্ষার্থীদের কাছ থেকে প্রতি সেমিস্টারে অবৈধভাবে ১২শ টাকা করে নেওয়া হয়। আর দাবিকৃত টাকা না দিলে তাদেরকে অকৃতকার্য করিয়ে দেওয়ার হুমকি দেওয়া হয়।
তবে এসব অভিযোগের বিষয়ে অধ্যক্ষ মুনির হোসেন বলেন, শিক্ষার্থীদের সাথে কথা বলা হয়েছে। নিয়মতান্ত্রিক উপায়ে বরাদ্দকৃত সকল টাকা খরচ করা হয়। তাদের অভিযোগের বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।
প্রসঙ্গত, ঝিনাইদহ পলিটেকনিক ইনস্টিটিউট জেলার কারিগরি শিক্ষায় উচ্চ শিক্ষার একমাত্র প্রতিষ্ঠান। বর্তমানে ৪টি ইয়ারে সকাল ও বিকেলে দুই শিফট করে পাঠদান করা হয়। মোট ছাত্র-ছাত্রীর সংখ্যা ১১শ।
এএজি/সাকি