সৌদি আরবে হজ করতে যাওয়া আরও ১ বাংলাদেশি নারী হজযাত্রী মারা গেছেন। এ নিয়ে ২ নারীসহ হজ করতে যাওয়া ৫ বাংলাদেশি মারা গেলেন।
বৃহস্পতিবার ধর্ম মন্ত্রণালয়ের হজ ব্যবস্থাপনা-সংক্রান্ত পোর্টালের সর্বশেষ বুলেটিনে জানানো হয়, গতকাল বুধবার ফিরোজা খাতুন (৬৫) নামের ওই বাংলাদেশি হজযাত্রী মদিনায় মারা যান। তাঁর বাড়ি নওগাঁর পোরশা থানায়।

এর আগে যে ৪জন মারা গেছেন তাঁরা হলেন ঢাকার খিলক্ষেতের সাহাব উদ্দিন মিয়া (৬৯), পিরোজপুরের শাহজাহান শিকদার (৭১), ফেনীর আবদুল সালাম (৭৭) ও চাঁপাইনবাবগঞ্জের মাসুদা খাতুন (৮২)।
আগামী ৪ অক্টোবর পবিত্র হজ হওয়ার কথা। এ বছর বাংলাদেশ থেকে ৯৮ হাজার ৬৮৩ জন হজ পালন করতে যাবেন। সর্বশেষ বুলেটিন অনুযায়ী ১০ সেপ্টেম্বর পর্যন্ত ৩৯ হাজার ৮২২ জন হজযাত্রী সৌদি আরবে পৌঁছেছেন। ৩০ সেপ্টেম্বর পর্যন্ত সৌদি আরবে হজ ফ্লাইট যাবে।