মাটিতে ছিটকে পড়েছে ফুলদানি। অক্ষত আছে ফুলদানিটি। তবে ভেঙে গেছে ফুলদানি তুলতে যাওয়া ২টি হাত …
প্রকৃত ছবিতে অ্যাডোবি ফটোশপের সমন্বয়ে ভিন্ন কিছু তৈরি করা সম্ভব।
ছবির কাজে নতুন এক ধাঁচের জন্ম দিয়েছেন সুইডেনের নাগরিক এরিক জনসন। তার ছবিগুলোতে ফটোগ্রাফি, ডিজিটাল এডিটিং এবং তৈলচিত্রের সমন্বয় করা হয়েছে। এর মাধ্যমে তিনি তৈরি করেছেন কিছু অসাধারণ ছবি।
কিছু কিছু ক্ষেত্রে হয়তো ছবি আর বাস্তবতার কোনো মিল নেই। তবু এই ছবিগুলো সকলকে আকৃষ্ট করবে। নতুন চিন্তার জন্ম দেবে মানুষের মনে।
ব্রিজের উপর এবং নিচের অংশ। ছবিটি ২০০৯ সালে তৈরি করা।এক দম্পতির সকালের নাস্তা। হঠাৎ বমি। ভয়ের কিছুই নেই, এটি বাস্তব কোনো চিত্র নয় …জমিক্ষয়: এই ছবিটি তৈরি করতে রং-তুলির ব্যবহারও করা হয়েছে।কাটা হচ্ছে রাস্তা, তবে কোনো বড় আকারের হাঁতুড়ি বা আধুনিক যন্ত্র দিয়ে নয়।মাটিতে ছিটকে পড়েছে ফুলদানি। অক্ষত আছে ফুলদানিটি। তবে ভেঙে গেছে ফুলদানি তুলতে যাওয়া ২টি হাত …