গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জ উপজেলায় শিশু অপহরণের অভিযোগে বুধবার মীরগঞ্জের বালাপাড়া এলাকা থেকে ৭ জনকে আটক করেছে পুলিশ।

আটককৃতরা হচ্ছেন বালাপাড়া গ্রামের রিপন কুমার সাহা, কবির হোসেন, হারুণ মিয়া, মোস্তাফিজুর রহমান, মাজেদুল ইসলাম, মৃণাল চন্দ্র ও সুমন মিয়া।
থানা সুত্রে জানা গেছে, সোমবার সন্ধ্যায় সুন্দরগঞ্জ পৌর এলাকার মীরগঞ্জের বালাপাড়া থেকে আশেক আলী মাস্টারের ৫ বছর বয়সী ছেলে শুভ মিয়াকে অপহরণ করে একদল দুর্বৃত্ত। ওই রাতেই অপহরণকারীরা মোবাইলে আশেক আলীর কাছে ১৫ লাখ টাকা দাবি করেন। তা না হলে শিশুটিকে ফেরত দেওয়া হবে না বলে জানান তারা।
শুভর বাবা আলী মাস্টার পুলিশের পরামর্শ অনুযায়ী অপহরণকারীদের টাকা দেওয়ার কথা বলে নিজ বাড়িতে আসতে বলেন।
বুধবার ভোরে অপহরণকারীরা টাকা নিতে এলে পূর্ব পরিকল্পনা অনুযায়ী এসআই জায়েদ আরিফ ফোর্স নিয়ে বাড়ি ঘেরাও করে অপরাধীদের গ্রেপ্তার করেন। এব্যাপারে থানায় অপহরণ মামলা হয়েছে।
এ প্রতিবেদন লেখা পর্যন্ত শিশুটিকে উদ্ধার করা যায়নি। থানার অফিসার ইনচার্জ মোজাম্মেল হক জানান, শিশুটিকে উদ্ধারে তৎপরতা অব্যাহত রয়েছে।
ইউএম/