রংপুর অঞ্চলে সকল শ্রেণির করদাতাকে কর দেওয়ার আহ্বান জানিয়েছেন রংপুর চেম্বার অব কমার্সের (আরসিসি) সভাপতি মোস্তফা সোহরাব চৌধুরী টিটু।

বুধবার রংপুর চেম্বার বোর্ড রুমে কর অঞ্চল-রংপুরের উদ্যোগে আয়োজিত এক মত বিনিময় সভায় তিনি এ আহ্বান জানান।
মোস্তফা সোহরাব বলেন, কর আদায়ে কর কমিশনারকে বিভিন্ন ব্যবসায়ী সংগঠনসহ সামাজিক সংগঠনের মাধ্যমে সর্বস্তরের ব্যবসায়ীদের উদ্বুদ্ধ করতে পারলেই করদাতারা আগ্রহের সাথে কর প্রদান করবেন।
এ সময় তিনি কর অঞ্চল-রংপুরের উদ্যোগে আয়োজিত আয়কর মেলার র্যা্লীসহ অন্যান্য কর্মসূচীতে অংশগ্রহণের জন্য সকল ব্যবসায়ীদেরকে আহ্বান জানান।
কর অঞ্চল-রংপুর এর সহকারী কর কমিশনার নূর-ই-আলম বলেন, রংপুর অঞ্চলের মানুষ কর প্রদানের ক্ষেত্রে অনেক এগিয়ে রয়েছে। এ অঞ্চলের মানুষ প্রতি বছরই লক্ষ্যমাত্রার চেয়ে অনেক বেশি কর দিয়ে থাকে।
সভায় অন্যান্য বক্তারা বলেন, রংপুরের শিল্পায়ন ও ব্যবসা-বাণিজ্যে অনেক পিছিয়ে থাকলেও কর প্রদানে এ অঞ্চলের মানুষ অনেক এগিয়ে রয়েছে।
উল্লেখ্য, মেলায় রংপুর জেলার সকল শ্রেণীর করদাতাগণ ২০১৪-২০১৫ কর বর্ষের আয়কর রিটার্ণ দাখিল, ই-টিআইন রেজিষ্ট্রেশন ও রি-রেজিস্ট্রেশন জমা ও পূরণে সহায়তাসহ সব ধরনের আয়কর সেবা প্রদান করবে।
আরসিসি’র সভাপতি মোস্তফা সোহরাব চৌধুরী টিটুর সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন চেম্বারের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মোজতোবা হোসেন রিপন, চেম্বার পরিচালক মো. এনামূল হক সোহেল, মো. ফজলুল হক ও রংপুর উইমেন চেম্বারের প্রেসিডেন্ট মিসেস আনোয়ারা ফেরদৌসি পলি, সিনিয়র সহ-সভাপতি শাহনাজ পারভীন, এশিয়া ফাউন্ডেশন রংপুর অফিসের কো-অর্ডিনেটর মাহমুদা বেগম প্রমূখ।
জেইউ/ইউএম/