
পুঁজিবাজারের তালিকাভুক্ত আইটি খাতের শেয়ারে সেঞ্চুরি হয়েছে। কারণ বুধবার এ খাতের লেনদেনে অংশ নেওয়া শতভাগ কোম্পানির শেয়ার দর বেড়েছে। এদিকে দর বেড়ে ৩ কোম্পানি গেইনারের তালিকায় রয়েছে।
বিশ্লেষকদের মতে, আইটি খাতের বেশিরভাগ কোম্পানি সমাপ্ত অর্থবছরে ভালো মুনাফা করেছে। এছাড়া এ খাতের বেশিরভাগ কোম্পানির জুনে আর্থিক বছর শেষ হয়েছে। এখন ভালো লভ্যাংশের আশায় বিনিয়োগকারীদের ঝোঁক বেড়েছে।
বিশ্লেষণে দেখা যায়, আইটি খাতে মোট ৬টি কোম্পানি পুঁজিবাজারে রয়েছে। এদিন ডিএসইতে আইটি খাতের মোট ১৮ কোটি ৪৫ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। সবচেয়ে বেশি লেনদেন হয়েছে অগ্নি সিস্টেমস লিমিটেডের। আজ কোম্পানিটির ৯ কোটি ২৯ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।
একই সাথে কোম্পানিটি আজ গেইনার তালিকার তৃতীয় স্থানে রয়েছে। শেয়ারটির দর ৩ টাকা বা ৯ দশমিক ৭৭ শতাংশ বেড়েছে। শেয়ারটি সর্বশেষ ৩৩ টাকা ৭০ পয়সা দরে লেনদেন হয়েছে। এদিন কোম্পানির ২ কোটি ৭৮ লাখ ৯ হাজার শেয়ার এক হাজার ২ বার লেনদেন হয়েছে। এদিকে কোম্পানিটি লেনদেনের এক পর্যায়ে হল্টেড হয়ে সার্কিট ব্রেকার স্পর্শ করে।
গেইনারের চতুর্থ স্থানে রয়েছে ইনটেক অনলাইন লিমিটেড। শেয়ারটির দর বেড়েছে ১ টাকা ৪০ পয়সা বা ৯ দশমিক ২৭ শতাংশ। কোম্পানির ১০ লাখ ৬ হাজার শেয়ার ৫৮৫ বার লেনদেন হয়। যার বাজার মূল্য ছিল ১ কোটি ৬৫ লাখ টাকা।
গেইনারের অষ্টম স্থানে থাকা বিডিকম অনলাইনের শেয়ার দর বেড়েছে ১ টাকা ৯০ পয়সা বা ৭ দশমিক ৬৩ শতাংশ। এদিন কোম্পানির ২ লাখ ৪১ হাজার ৫০০ শেয়ার ১৭১ বার লেনদেন হয়। যার বাজার মূল্য ছিল ৬৪ লাখ টাকা।
এছাড়া আমরা টেকনোলজির দশমিক ৮৪ শতাংশ, ড্যাফোডিল কম্পিউটার্সের ১ দশমিক ৪৭ শতাংশ, এবং ইনফরমেশন সার্ভিসেস নেটওয়ার্কের দশমিক ৮৯ শতাংশ শেয়ার দর বেড়েছে।
অর্থসূচক/এসএ/