
নতুন কোনো জুটি কিংবা সিনেমা নিয়ে উচ্ছ্বাসের শেষ থাকে না বলিউড পাড়ায়। বরং আভাস মিললেই তা নিয়ে রীতিমতো হইচই পড়ে যায়।এবার নতুন যে জুটির আভাস পাওয়া যাচ্ছে তা অনেকটাই অপ্রত্যাশিত। বলছি, দীপিকা পাড়ুকোন ও হৃতিক রোশনের কথা।
সম্প্রতি ‘ফাইন্ডিং ফ্যানি’ ছবির এক বিশেষ প্রদর্শনীতে এসে দীপিকার সাথে ছবি করার আগ্রহের কথা জানিয়েছেন হৃতিক।
বুধবার ভারতের বার্তা সংস্থা ওয়ানইন্ডিয়ার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়, বলিউডের নায়িকা লাইন-আপে নিশ্চয় প্রথম আসনের দাবিদার দীপিকা। আর হৃতিক নাচ-অভিনয়-চেহারায় নারীহৃদয় জয় করার একেবারে পারফেক্ট পারসন। এই দুজনকে নিয়েই শুরু হয়েছে চর্চা।
দীপিকার নতুন ছবি ‘ফাইন্ডিং ফ্যানি’ এর বিশেষ প্রদর্শনীতে বলিউড সেলিব্রেটিদের আমন্ত্রণ ছিল। তারকা অতিথিদের তালিকায় ছিলেন হৃতিক রোশনও।
প্রদর্শনীতে সিনেমাটি দেখে একেবারে মোহিত হয়ে যান হৃতিক। নিজে উঠে গিয়ে দীপিকাকে কনগ্র্যাচুলেট জানান তিনি।
একান্তে দীর্ঘক্ষণ কথা হয় দুজনের। এরপরই দীপিকার সাথে একটি ছবি করার ইচ্ছা প্রকাশ করেন হৃতিক।
বিবাহ বিচ্ছেদের পর হৃতিকের সাথে ক্যাটরিনা কাইফের সাথে গাঢ় বন্ধুত্ব রয়েছে বলে গুজব চলছিল। অন্যদিকে দীপিকা নাকি নিয়মিত ডেট করছেন রনবীর সিং-এর সঙ্গে। কিন্তু সাম্প্রতিক চিত্রটা একেবারেই অন্যরকম।
আপাতত দুজনের স্ক্রিন-কেমেস্ট্রি কেমন হয়, তাই এখন দেখার অপেক্ষা।
এএসএ/