মুক্তিযুদ্ধের উপসেনাপতি ও সাবেক মন্ত্রী এ কে খন্দকারকে পাগলা গারদে পাঠানো প্রয়োজন বলে মন্তব্য করছেন বাংলাদেশ আওয়ামী মুক্তিযোদ্ধা লীগের নেতারা।
বুধবার দুপুরে জাতীয় প্রেসক্লাবের সামনে ‘বিএনপি-জামায়াতের ষড়যন্ত্রের অপরাজনীতি, মিথ্যাচার ও ইতিহাস বিকৃতির’ প্রতিবাদে আয়োজিত মানববন্ধনে তারা এ মন্তব্য করেন।

বক্তারা বলেন, এ কে খন্দকার বঙ্গবন্ধুর বিরুদ্ধে মিথ্যাচার করছেন। বিশেষ মহলের প্ররোচণায় তথ্য বিকৃত করে তিনি ৩০ লাখ শহীদ এবং ২ লাখ মা বোনের ইজ্জতের সঙ্গে বেইমানী করেছেন। কারণ বঙ্গবন্ধুর নির্দেশেই সেদিন তারা মুক্তিযুদ্ধে অংশ নিয়েছিলেন।
অবিলম্বে একে খন্দকারের বই ‘১৯৭১, ভেতরে বাইরে’ প্রত্যাহারের পাশাপাশি তার শাস্তির দাবিও জানান বক্তারা।
সংগঠনের সভাপতি মজিবুর রহমানের সভাপতিত্বে মানববন্ধনে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক আব্দুল হক সবুজ, কেন্দ্রীয় উপ কমিটির সহ-সম্পাদক আসাদুজ্জামান দুর্জয়, সংগঠনের কার্যনির্বাহী সদস্য আব্দুল হক প্রমুখ।
এমআই/