
বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ নিয়ে অবমাননাকর বই লেখার অভিযোগ এনে মুক্তিযুদ্ধের উপ-অধিনায়ক ও সাবেক পরিকল্পনামন্ত্রী এ কে খন্দকার বিরুদ্ধে আদালতে মামলা হয়েছে।
আজ বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে ব্রাহ্মণবাড়িয়ার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলাটি করেন সাবেক যুগ্মসচিব ও মুক্তিযোদ্ধা ইসহাক ভূঁইয়া।
আদালত মামলাটি আমলে নিয়ে আগামী ১৫ সেপ্টেম্বর এর শুনানির আদেশ দেন।
ইসহাক ভূঁইয়া জানান, একে খন্দকার তার বইতে মুক্তিযুদ্ধ ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে অবমাননা করায় মানহানি মামলা করা হয়েছে। তিনি এ বইয়ে মুক্তিযুদ্ধ নিয়ে কটুক্তি করেছেন।
এএসএ/