অধিনায়ক মুশফিকুর রহিমের শতকে ইনিংস হারের লজ্জা থেকে বাঁচল বাংলাদেশ। তবে পরাজয় এড়াতে পারেনি অতিথিরা। টেস্টের শেষ দিনে বাংলাদেশের দেওয়া ১৩ রানের টার্গেট খুব সহজে ছুঁয়ে ফেলে ওয়েস্ট ইন্ডিজ। এর জন্য কোনো উইকেটেরও পতন ঘটেনি।

কিংসটাউনে প্রথম টেস্টের শেষ দিনের শুরুতে অনেকটা আত্মঘাতি সিদ্ধান্তে প্যাভিলিয়নে ফিরে আগের দিনে অপরাজিত ব্যাটসম্যান নাসির (১৯)। এরপর রানের খাতা খোলার আগেই সাজঘরে ফিরল বাংলাদেশের ৩ ব্যাটসম্যান। অবশেষে সেঞ্চুরি করার পর ১১৬ রানে আউট হয় অধিনায়ক। কোনো রান না করেই অপরাজিত ছিলেন আল-আমিন হোসেন।
দুই ম্যাচের সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেছে ক্যারিবীয়রা।
৬৪ রানে ৪ উইকেট নিয়ে ওয়েস্ট ইন্ডিজের সেরা বোলার রোচ। এছাড়া গ্যাব্রিয়েল ও সুলেমান বেন দুটি করে উইকেট নেন।
সূত্র: ক্রিকইনফো
এমই/