নির্যাতন করে স্ত্রীকে হত্যার অভিযোগ উঠেছে দিনাজপুরের বিরল উপজেলার ভান্ডারা ইউনিয়ন পরিষদের সদস্য দিলিপ চন্দ্র সরকারের বিরুদ্ধে।নিহত সাবিনা রানী সরকার (৩২) দুই সন্তানের জননী।

স্বজনরা জানান, গত রোববার বিকেলে দিলিপ ও তার পরিবারের লোকজন সাবিনার ওপর নির্যাতন চালায়। এতে তার মৃত্যু হয়। ঘটনা ধামাচাপা দিতে সাবিনা বিষ পানে আত্মহত্যা করেছেন বলে এলাকায় প্রচারণা চালায় দিলিপের পরিবার।
সোমবার সকালে ঘটনাস্থলে সুরতহাল প্রতিবেদন তৈরির সময় নিহতের শরীরের বিভিন্নস্থানে জখমের চিহ্ন দেখে পুলিশের সন্দেহ হয়। পরে ময়না তদন্তের লাশটি দিনাজপুর মেডিকেল কলেজ (দিমেক) হাসপাতাল মর্গে পাঠায় পুলিশ।
বিরল থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুল মতিন জানান, প্রাথমিকভাবে বিষপানের কোন আলামত পাওয়া যায়নি। পেটে ও পিঠসহ শরীরের বিভিন্ন স্থানে জখমের চিহ্ন পাওয়া গেছে।