কিশোরগঞ্জের মিঠামইন উপজেলায় দুই গ্রুপের সংঘর্ষে টেটাবিদ্ধ হয়ে দুই শিশু মারা গেছে। মঙ্গলবার ঢাকী ইউনিয়নের বড়কান্দা গ্রামের এ ঘটনায় আহত হয়েছে অন্তত ৫০ জন।

নিহত মোজাক্কির মিয়া (১২)বড়কান্দা গ্রামের দিনমজুর মো. আলীর ছেলে ও ও চায়না আক্তার (৯) মুর্শিদ মিয়ার মেয়ে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি হায়দার মিয়া ও ৩নং ওয়ার্ডের ইউপি সদস্য বাছেদ মেম্বার গ্রুপের মধ্যে বিরোধ দীর্ঘ দিনের। সোমবার রাতে হাওরে মাছ ধরা নিয়ে তর্ক-বিতর্ক হয়। মঙ্গলবার সকাল সাড়ে ৯টার দিকে দা, লাঠি, বল্লম, টেটাসহ বিভিন্ন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে লিপ্ত হয় তারা। এ সময় টেটাবিদ্ধ হয়ে মারা যায় মোজাক্কির ও চায়না।
আহতদের মিঠামইন ও ইটনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও কিশোরগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
মিঠামইন থানার ওসি নাসির উদ্দিন ভূইয়া জানান, পরিস্থিতি শান্ত রয়েছে। লাশ দুটি উদ্ধার করে সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
অতিরিক্ত পুলিশ সুপার লিটন কুমার সাহা জানান, ঘটনাস্থলে পুলিশ মোতায়েন রয়েছে। এ ব্যাপারে মিঠামইন থানাকে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।