
খান সালমানকে বোঝাই মুশকিল। এমনকি তার ঘনিষ্ঠরাই বুঝতে পারেন না তিনি কখন কোন মুডে থাকবেন। সম্প্রতি হঠাৎ করেই এক গভীররাতে বন্ধুর বাড়িতে পাড়ি জমিয়েছেন সালমান।
বড় চমক হচ্ছে, সঙ্গে ছিলেন ‘কিক’ সিনেমায় তার সহ অভিনেত্রী জ্যাকলিন ফার্নান্ডেজ।
মঙ্গলবার ভারতের এক বার্তাসংস্থায় এ তথ্য জানানো হয়েছে।
এদিকে সালমানের মুখে তো এখন জ্যাকলিনের প্রশংসা থামতেই চায় না। একটি অনুষ্ঠানে তিনি তো বলেই দিয়েছিলেন, রুপোলি পর্দায় তিনি এখনও কাউকে কিস করেননি। সুযোগ পেলে জ্যাকলিনকে কিস করতে প্রস্তুত তিনি।
একটি ইংরেজি সংবাদপত্রের বরাত দিয়ে ওই প্রতিবেদনে বলা হয়েছে, কয়েকদিন আগে সালমান আচমকাই রাতে তার বন্ধুর বাড়ি যাবেন। যেমন ভাবা তেমন কাজ। রাত তিনটের সময় বন্ধুর বাড়ি গেলেন তিনি সঙ্গে প্রাক্তন মিস শ্রীলঙ্কা জ্যাকলিন। দুজনকে দেখে তো সালমানের বন্ধু একেবারে তাজ্জব।
উল্লেখ, সদ্য মুক্তি পাওয়া অভিনীত ‘কিক’ ইতোমধ্যে ব্যবসায়িক সফলতার মুখ দেখেছে। এ নিয়ে এখন খোশ মেজাজে রয়েছেন এই তারকা জুটি।
এস রহমান/