
ঢাকা, চট্টগ্রাম ও দেশের দক্ষিণাঞ্চলে মৃদু ভূমিকম্প অনুভূত হয়েছে।
আবহাওয়া অধিদফতরের কর্মকর্তা মো. হাফিজুর রহমান বলেন, মঙ্গলবার বিকেল ৩টা ২৮ মিনিটে ঢাকা ও চট্টগ্রামে ৫ দশমিক ৩ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়।
অবশ্য যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ অধিদপ্তর (ইউএসজিএস) জানিয়েছে, এই ভূকম্পনের মাত্রা ছিল ৫ দশমিক ৪।
তিনি জানান, বান্দরবান থেকে ৯৪ কিলোমিটার এবং ঢাকা আবহাওয়া অধিদফতার থেকে ৩৩৫ কিলোমিটার দক্ষিণ-পূর্বে ভারত-মিয়ানমার সীমান্তের মিজোরামে এই ভূমিকম্পের উৎপত্তি হয়েছে।
এমই/