দেশের মানুষের মাঝে বীমা শিল্প নিয়ে সচেতনতা তৈরির লক্ষ্যে কাজ করছে ‘রেড কার্পেট ৩৬৫’। এরই অংশ হিসেব প্রতিষ্ঠানটি ‘বাংলাদেশ বীমা প্রদর্শনী-২০১৪’ শীর্ষক এক প্রদর্শনী আয়োজন করতে যাচ্ছে।

আগামী ১৮ সেপ্টেম্বর রাজধানীর কাকরাইলে ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স-এ প্রদর্শনী শুরু হবে। ৩ দিনব্যাপী এ প্রদর্শনী চলবে ২০ সেপ্টেম্বর পর্যন্ত।
আয়োজক সূত্রে জানা গেছে, প্রদশর্নীতে বিভিন্ন বীমা কোম্পানি বিভিন্ন পলিসি সম্পর্কে বিস্তারিত তুলে ধরবে। এছাড়া বীমা খাত নিয়ে সেমিনার, আলোচনা সভা, তথ্যচিত্র প্রদর্শনীসহ বিভিন্ন কার্যক্রম অনুষ্ঠিত হবে।