ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরে বন্যায় এ পর্যন্ত ১৭৫ জনের মৃত্যু হয়েছে। রাজধানী শ্রীনগরের বিশাল অংশ এখনও পানিতে নিমজ্জিত হয়ে আছে। ভারতের সেনা, নৌ এবং বিমানবাহিনী যৌথভাবে উদ্ধারকাজ চালিয়ে যাচ্ছে। তবে পানিতে বহু সড়ক এবং সেতু ভেঙে পড়ার কারণে উদ্ধারকর্মীদের বন্যা উপদ্রুত এলাকায় যথেষ্ট বেগ পেতে হচ্ছে।
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ইতোমধ্যেই জাতীয় দুর্যোগ ঘোষণা করে বন্যায় ক্ষতিগ্রস্তদের জন্য ১ হাজার কোটি সাহায্য ঘোষণা দিয়েছেন।