ArthoSuchak
বৃহস্পতিবার, ৯ই এপ্রিল, ২০২০ ইং
today-news
brac-epl
প্রচ্ছদ » টেক

ডেল এনেছে লাইফস্টাইল ল্যাপটপ

Dell Inspiron N3442

ডেল ইন্সপায়রন এন৩৪৪২

সব ধরনের কম্পিউটিং কাজ ও বিনোদনে সবার ব্যবহার উপযোগী একটি ল্যাপটপ দেশের বাজারে এনেছে কম্পিউটার সোর্স। চতুর্থ প্রজন্মের কোর আই ফাইভ প্রসেসর নির্ভর ডেল ব্র্যান্ডের এই লাইফস্টাইল ল্যাপটপটির মডেল নম্বর ডেল ইন্সপায়রন এন৩৪৪২।

এক টেরাবাইট তথ্য ধারণক্ষমতার এই ল্যাপটপে রয়েছে ৪ জিবি ডিডিআর থ্রি র‌্যাম। আর এর ‘ক্লক স্পিড’ ডেটা প্রসেসিং গতি ১.৭ গিগাহার্জ।

Dell Inspiron N3442

Dell Inspiron N3442

দাপ্তরিক বা পেশাদার কাজের পাশাপাশি অবসরে এইচডি মুভি উপোভগ কারার সুযোগ নিয়ে ১৪ ইঞ্চি প্রশস্ত পর্দার এই ল্যাপটপে ব্যবহার করা হয়েছে ইন্টেল ৪৪০০ এইচডি গ্রাফিক্স। প্রাণবন্ত ভিডিও কলিং এর জন্য এতে আছে নেটিভ এইচডি ১ মেগাপিক্সেল ওয়েবক্যাম ও ডিজিটাল মাইক্রোফোন।

ক্যারিকেস ও এক বছরের বিক্রয়োত্তর সেবাযুক্ত এই ল্যাপটপটির মূল্য ৪৬ হাজার টাকা।

এই বিভাগের আরো সংবাদ