করোনায় আক্রান্ত ৪০ কোটি ছাড়াল

করোনায় মহামারিতে সারা বিশ্বে গত ২৪ ঘণ্টায় মারা গেছে প্রায় সাড়ে ১১ হাজার মানুষ। এ সময়ে শনাক্ত হয়েছে প্রায় সাড়ে ২১ লাখ। এ পর্যন্ত মারা গেছেন ৫৭ লাখ ৬২ হাজারের বেশি মানুষ। একইসঙ্গে শনাক্ত ৪০ কোটি ৪ লাখ ছাড়িয়েছে।

বুধবার (৯ ফেব্রুয়ারি) সকালে করোনা ভাইরাসের সংক্রমণ, মৃত্যু ও সুস্থতার হিসাব রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটার থেকে এ তথ্য পাওয়া গেছে।

এতে বলা হয়েছে, বিশ্বব্যাপী করোনাভাইরাসে আক্রান্ত ৪০ কোটি ৪ লাখ ১৮ হাজার ৪৪১ জনকে শনাক্ত করা হয়েছে এবং মারা গেছেন ৫৭ লাখ ৬২ হাজার ৫১৮ জন। গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি সংক্রমণ ঘটেছে জার্মানিতে। এ সময়ের মধ্যে দেশটিতে নতুন করে আক্রান্ত হয়েছেন দুই লাখ ১২ হাজার ৭২৪ জন।

মৃত্যুতে শীর্ষে রয়েছে যুক্তরাষ্ট্র। এরপরই রয়েছে ভারত, ব্রাজিল, রাশিয়া, ইতালি, স্পেন ও আর্জেন্টিনা। যুক্তরাষ্ট্রে একদিনে মারা গেছে দুই হাজার ৬৯৭ জন। দেশটিতে এখন পর্যন্ত নয় লাখ ৩২ হাজার ৩৬৩ জন মানুষ মারা গেছে।

এতে আরও বলা হয়েছে, করোনাভাইরাসে এখন পর্যন্ত সবচেয়ে বেশি শনাক্ত ও মৃত্যু যুক্তরাষ্ট্রে। দেশটিতে শনাক্ত হয়েছেন ৭ কোটি ৭০ লাখ ৫১ হাজার ২২২ জন এবং মারা গেছেন ৯ লাখ ৮ হাজার ৮১৬ জন। আক্রান্তের দিক থেকে বিশ্বে দ্বিতীয় স্থানে থাকা ভারতে শনাক্ত হয়েছেন ৪ কোটি ২৩ লাখ ৩৯ হাজার ৬১১ জন। মৃত্যুর দিক থেকে তৃতীয় স্থানে থাকা ভারতে এ পর্যন্ত মারা গেছেন ৫ লাখ ৪ হাজার ৬২ জন।

মৃত্যুর দিক থেকে দ্বিতীয় ও সংক্রমণের দিক থেকে তৃতীয় স্থানে থাকা দক্ষিণ আমেরিকার দেশ ব্রাজিলে শনাক্ত হয়েছেন ২ কোটি ৬৭ লাখ ৯৩ হাজার ৪৯৭ জন এবং মারা গেছেন ৬ লাখ ৩৪ হাজার ১১৮ জন।

উল্লেখ্য, ২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহানে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়। এরপর ২০২০ সালের ১১ মার্চ বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) করোনাকে ‘বৈশ্বিক মহামারি’ হিসেবে ঘোষণা করে। গত বছরের ৮ মার্চ বাংলাদেশে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত করে সরকারের রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান (আইইডিসিআর)। স্বাস্থ্য অধিদপ্তরের সর্বশেষ প্রকাশিত তথ্য অনুযায়ী, দেশে এ পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন ২৮ হাজার ৬৭০ এবং মোট শনাক্ত হয়েছেন ১৮ লাখ ৭৯ হাজার ২৫৫ জন।

অর্থসূচক/এএইচআর

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.